ম্যালেরিয়া এক ধরেনের রোগ যাহা পরজীবীর কারণে ঘটিত হয় ও স্ত্রী এনোফেলেস মশার কামড়ে মানুষের শরীরে প্রবেশ করে| ম্যালেরিয়া রোগের লক্ষণ গুলি হলো : তীব্র জ্বর ঠান্ডা লাগা তলপেট ব্যথা মাথা ব্যথাপরিশ্রান্ত ভাব ও ক্লান্তি বোধ করা| যদি কারোও এই লক্ষণ গুলি দেখা যায় তাহলে সব চেয়ে কাছের চিকিৎসা কেন্দ্রে যাওয়া জরুরি| ম্যালেরিয়ার কারণে শরীরে জটিল সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে|ম্যালেরিয়া রুখতে হলে মশার কামড় থেকে বাঁচা জরুরী | ঘরের মধ্যে নিজেকে রক্ষা করা জন্যে বিছানা বা শোবার জায়গায় মশারি সঠিক ভাবে লাগানো খুবই জরুরী | এই ভিডিও তে আমরা দেখব কি ভাবে প্রত্যেক রাত্রে মশারির সঠিক ব্যবহার ম্যলেরিয়া মশার কামড় থেকে বাঁচতে সাহয্য করে|