প্রাকৃতিক কীটনাশক ঔষধ এর উপাদান নিম বীজের মধ্যে পাওয়া যায় এবং শস্যের উপর ছড়িয়ে পোকামাকড় এর ক্ষতি থেকে বাঁচানো যায়| এই দুই মিনিট তেত্রিশ সেকেন্ড এর চলছবিতে আমরা দেখিব কি ভাবে নিম ফল কে বাছা হয় শুকানো হয় তাদের বাইরের খোসা ছাড়ানো হয় বীজ বাছা গুড়ো করা জলের সাথে গুড়ো কে মেশানো মিশ্রণ টি কে ছেঁকে পরিস্কার করা এবং তারপরে শস্যের উপর ছড়ানোর জন্যে প্রয়োজনিয় মিশ্রণ টি তৈরি করা |