বাংলা (bn) | Change Language (Change Language)

যে অঞ্চলে শিয়া উৎপন্ন হয় সেই অঞ্চলের মহিলাদের জন্য শিয়া একটি প্রধান উৎপাদন যা পশ্চিম আফ্রিকার সেনেগাল থেকে পূর্ব আফ্রিকার ইথিওপিয়া অবধি উৎপাদিত হয়| কিন্তু যদি কাঁচা শিয়া বাদাম কে ঠিক ভাবে প্রক্রিয়াকরন না করা হয় তাহলে মজুত শিয়া বাদাম ও তার থেকে তৈরী বস্তু নিম্ন মানের হবে|এই চলমান ছবি তে কাঁচা শিয়া বাদাম এর প্র্ক্রিয়া করনের বিভিন্ন ধাপগুলি দেখানো হয়েছে যার দ্বারা আমরা উচ্চমানের মজুত যোগ্য শিয়া বাদাম উৎপাদন করতে পারি| এই পদ্ধতির বাড়তি সুবিধা এই যে সিয়া বাদাম প্রক্রিয়াকরনের প্রচলিত পদ্ধতি হইতে এই পদ্ধতিতে কম পরিমানে জ্বালানি কাঠের প্রয়োজন হয়|