বাংলা (bn) | Change Language (Change Language)

ড্রিপ সেচব্যবস্থা এমনই এক পদ্ধতি যাহা ক্রমাগত আপনার চাষে জল দেয়ার ব্যবস্থা করে. খরা কিংবা শুকনো মরসুমে , এই পদ্ধতি বিশেষ সহায়ক হয়. এই পদ্ধতিকে উঁচু করা সারিবদ্ধ কৃষি জমির সহিত কাজে লাগাতে হইবে.উঁচু করা সারিবদ্ধ জমির উপর ড্রিপ সেচব্যবস্থা প্রয়োগ করার আগে , আমাদের এই বাস্তবিক ছবিটি দেখুন. এই পদ্ধতি দ্বারা জলের প্রত্যেকটি ফোঁটা আপনার গাছপালার জন্যে উপযোগী হবে,জলের অপচয় না করে আরো কার্যকর পদ্ধতিতে আপনারা শস্যের উত্পাদন বাড়াতে পারেন.