বাংলা (bn) | Change Language (Change Language)

উঁচু চাষের জমিতে চাষ করলে আমাদের উত্ত্পন্ন শস্যকে সুরক্ষিত রাখা যায় এবং উত্তপাদন বাড়ানো যায় |এই কৃষি পদ্ধতি মাটির জমাট ভাব কম করে এবং মাটির গুন বাড়ায় | ইহা অধিক বৃষ্টির সময় গাছ গুলি কে রক্ষা করে | এই ছবি তে দেখানো হয়ছে এই পদ্ধতি কে কি ভাবে কাজে লাগানো যায় এবং নতুন উঁচু চাষের জমিকে কি ভাবে রক্ষা করা হয় |