www.accessagriculture.org/bgl/managi...seed-weevil
 
		Access Agriculture Training Video
আপনার আমের বীজে উইভল পোকা আছে কি না তা যাচাই করার সবচেয়ে ভালো উপায় হলো আঠলো পট্টি বা স্টিকি ব্যান্ড ব্যবহার করা। প্রতিটি গাছের কান্ড আঠালো পট্টি বাঁধুন, কান্ডের মাথায় যেখানে শাখা বেরিয়েছে সেখানে বাঁধুন। আমের বীজের উইভল পোকা দমনের সবচেয়ে ভালো উপায় হলো কীটপতঙ্গের মুখে ধোঁয়া দেওয়ার জন্য সুগন্ধিযুক্ত মিশ্রণ পোড়ানো। এছাড়াও গাছ থেকে ঝরে পড়া ফলগুলো বাগান থেকে সরিয়ে নিন এবং সেগুলো নষ্ট করে ফেলুন।
ব্যবহারযোগ্য ভাষা
ইংরেজি এতেসো কিসোয়াহিলি ফরাসি বাংলা বামবারা স্পেনীয়