বাংলা (bn) | Change Language (Change Language)

ইথিওপিয়া তে টেফ হচ্ছে এক প্রধান শস্য| প্রচলিত রোপন পদ্ধতিতে বেশী যোগানের প্রয়োজন হয় ও কম পরিমানে উৎপাদন পাওয়া যায়| এই ভিডিও তে দেখানো হয়েছে শিকড় সহিত তুলে অন্য জায়গায় রোপন প্রযুক্তি কি ভাবে যোগানের খরচ কম করে ও উৎপাদন বাড়ানো যায় | প্রথাগত রোপন পদ্ধতির তুলনায় এই শিকড় সহিত তুলে অন্য জায়গায় রোপন প্রযুক্তি তে মাত্র একশ ভাগের এক ভাগ বীজ প্রয়োগ করে টেফ শস্য দানা বেশি কার্যকারী ভাবে কৃষিক্ষেত্রে উৎপাদন করা যায়|