বাংলা (bn) | Change Language (Change Language)

www.accessagriculture.org/bgl/onion-...ion-nursery

Access Agriculture Training Video

পেঁয়াজচারার জন্য ঝুরঝুরে ও উর্বর মাটি দরকার। মাটির সাথে পরিণত সার অথবা কম্পোস্ট সার মিশিয়ে নিন। বর্ষাকালে পেঁয়াজচারার জন্য বীজতলা প্রস্তুত করুন, যাতে পেঁয়াজের শেকড় পচে না যায়। ভালো মানের বীজ ব্যবহার করলে, বেশিরভাগ বীজ থেকেই চারা গজাবে, যা থেকে খুব অল্পই আপনার প্রয়োজন পড়বে। পেঁয়াজচারা বড়ো হওয়ার জন্য আশেপাশে জায়গা লাগে, ফলে ঘনভাবে বা গায়ে গায়ে লেগে থাকে এমনভাবে চারা পোপণ করবেন না। সারিবদ্ধভাবে বীজ বপণ করুন। একটা থেকে আরেকটার দূরত্ব হবে ৫ থেকে ১০ সেন্টিমিটার। মাটির উপরিভাগ থেকে ১ সেন্টিমিটার গভীরে বীজ বপণ করুন। বপণের পর বীজগুলো মিহি মাটি দিয়ে হাল্কাভাবে ঢেকে দিন।

 

ব্যবহারযোগ্য ভাষা

Peulh / Fulfuldé / Pulaar   আরবি   ইংরেজি   ইও   ইওরুবা   ওলফ   কিনারওয়ান্ডা / কিরুন্দি   কিসোয়াহিলি   কুশাল   টুয়াই   ডেন্ডি   দাগবানি   ফন   ফরাসি   বাংলা   বামবারা   বারিবা   মিনা   হাউসা   হিন্দি